- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৬-২-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৪৬
প্রেমের টানে নিরুদ্দেশ হওয়া দুই কলেজছাত্রী উদ্ধার, গ্রেফতার ১ জন
নিজস্ব প্রতিবেদক ►
নিজ বাড়ি গোবিন্দগঞ্জে যাবার পথে গাইবান্ধা শহর থেকে দুই কলেজছাত্রী নিখোঁজের ১৩ দিন পর বুধবার রাতে ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর ও আশুলিয়া থানার জিরানি বাজার এলাকা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। এসময় আসামী রিয়েল মন্ডল @ হৃদয় (২২)কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের গাইবান্ধা থানায় নিয়ে আসা হয়।
উদ্ধারকৃত রিফাত জান্নাত গাইবান্ধা সরকারি কলেজে ও লাবিবা খাতুন শ্রাবণী সরকারি মহিলা কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ও পাড় সোন্দইল গ্রামে।
নিখোঁজের পরপরেই গাইবান্ধা সদর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন রিফাত জান্নাত পিতা মো: আব্দুর রউফ। রিফাত জান্নাতের বাবা রউফ মন্ডল বলেন, পুলিশের তৎপরতার কারণে আমার মেয়েকে ফিরে পেয়েছি। এজন্য প্রশাসনের নিকট আমরা চিরঋণি।
গাইবান্ধা সদর থানা পুলিশের এসআই মল্লিকসহ সঙ্গীয় ফোর্স পাঁচ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থেকে ভিকটিম রিফাত জান্নাতকে ও গাজীপুর জেলার আশুলিয়া থানার জিরানি বাজার এলাকা থেকে লাবিবা খাতুনকে উদ্ধার করা হয়। এসময় গাইবান্ধা সদর থানার মামলার এজাহার নামীয় আসামী মোঃ রিয়াল মন্ডল হৃদয়কে গ্রেফতার করা হয়।
ওসি মাসুদুর রহমান বলেন, গাইবান্ধা শহরের মেস থেকে বাড়ি যাবার পথে ওই দুই কলেজছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনা থানায় মামলা হলে কয়েকদিনের শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে দুই ভিকটিম ও প্রধান আসামি রিয়েলকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রেমের টানে উধাও হয়েছিল বলে জানান ওসি।
উল্লেখ্য: নিখোঁজ দুই ছাত্রী রিফাত জান্নাত ও লাবিবা খাতুনের বাড়ি একই এলাকায় হওয়ায় তারা গাইবান্ধা শহরের পলাশপাড়ার ‘ছালমা মঞ্জিল’ নামের মেসে থাকতেন। ২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে তারা দু’জনে গোবিন্দগঞ্জে বাড়ি আসার উদ্দেশে মেস থেকে বের হয়ে গাইবান্ধা বাস টার্মিনালের দিকে রওনা হন। এরপর দীর্ঘসময় পরেও তারা আর বাড়ি পৌঁছেনি। পরে মোবাইলে যোগাযোগ করা হলে দু’জনেরই মোবাইল বন্ধ পাওয়া যায়।